Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৪:১১ পিএম
গোপালগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ছবি : আগামী নিউজ

গোপালগঞ্জঃ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট গোপালগঞ্জ  ও সুশাসনের জন্য নাগরিক সংগঠন (সুজন)এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা হল রুমে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী।

গোপালগঞ্জ সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ পুলিশের অপরাধ শাখার পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক প্রসূন মন্ডল,সুজনের প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, এসকে কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহম্মেদ, গোপালগঞ্জ সুজনের সমন্বয়কারী মোঃ ইনছান উদ্দীন মোল্লা, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার ফাইম মাহামুদ প্রমূখ। 

বক্তারা রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে মাঠ পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে জেলার সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে