Dr. Neem on Daraz
Victory Day

দৌলতখানে আধুনিক মৎস্য শিকার প্রযুক্তি বিষয়ক কর্মশালা


আগামী নিউজ | দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৯:৫৮ পিএম
দৌলতখানে আধুনিক মৎস্য শিকার প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ছবি: আগামী নিউজ

দৌলতখান(ভোলা): গভীর সমুদ্রে মাছ শিকারে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে ভোলার দৌলতখানে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধা সাতটায় পৌর শহরের উত্তর মাথার ফুডকাস্টেলে শতাধিক জেলে ও ট্রলার মালিক এতে অংশ গ্রহন করেন।

সেলেস্টিয়াল টেক লিমিটেড নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান এই কর্মশালার আয়োজন করেন। এতে বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে নিরাপদে সমুদ্রে মাছ শিকার করা যায় তা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

এসব যন্ত্রপাতি ব্যবহার করে সমুদ্রে পানির গভীরতা নির্ণয়, গভীর সমুদ্রে নিজের অবস্থান জানা, দূর্যোগ মূহুর্তে উদ্ধারকারী জাহাজের সাথে যোগাযোগ করা ও পানিতে মাছের বিচরণ দেখতে পাওয়া যায়।

দৌলতখান উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সেলেস্টিয়াল টেক লিমিটেড এর জিএম (অবসরপ্রাপ্ত) নৌ-বাহিনীর কমান্ডার খন্দকার ইলিয়াছ কাঞ্চন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি হাজী আকবর হোসেন, সম্পাদক খাইরুজ্জামান ফয়সাল, পৌর কাউন্সিলর জুবায়ের হোসেন জাবু ও কোম্পানির প্রকৌশলী নুরুল হুদা নুর সহ আরও অনেকে।

কর্মশালায় জেলেদের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে সুফল পাওয়া যায় তা দেখানো হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে