Dr. Neem on Daraz
Victory Day

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৬:২৪ পিএম
ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় ১১ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রের মা বাদী হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই শিক্ষককে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম নুরুল আলম (২৫)। তিনি সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর ধরে ছেলেটি মাদরাসার আবাসিকে থেকে পড়াশোনা করছিল। ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বলাৎকার করেন। ছেলেটি কান্না করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন ও ভয়ভীতি দেখান। পরে ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদরাসায় আসতে না চাইলে জিজ্ঞেস করলে তার মাকে বিষয়টি জানায়। ছেলের মা বাবা মাদরাসা কমিটিকে অবগত করলে তাঁরা বৈঠকে বলাৎকারের বিষয়ে সত্যতা পেয়ে শিক্ষককে চাকুরীচ্যুত করে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। গত সোমবার বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ছাত্রের ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে