Dr. Neem on Daraz
Victory Day

ফেরি দুর্ঘটনায় ডুবে যাওয়া সব যানবাহন চতুর্থ দিনে উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৯:৩৩ এএম
ফেরি দুর্ঘটনায় ডুবে যাওয়া সব যানবাহন চতুর্থ দিনে উদ্ধার

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জঃ জেলার শিবগঞ্জ উপজেলার পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহ থেকে ভেসে ও ডুবে যাওয়া সবকটি পণ্যবাহী যান (ট্রাক ও কাভার্ডভ্যান) উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুর্ঘটনার দিন একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যান, তৃতীয় দিনে তিনটি যানসহ ১২টি যানবাহন উদ্ধার করা হয়। চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু হয় সকাল ৮টায়। এদিন তিনটি মোটরসাইকেল, একটি কাভার্ডভ্যান এবং শেষ একটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করার পরপরই ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, আমানত শাহ ফেরিটি উদ্ধারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন সবাই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

অন্যদিকে শনিবার দুপুরে পাটুরিয়া ঘাটে ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহনের চালক ও মালিকরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করার পর হেলে পড়ে রো রো ফেরি শাহ আমানত। এ সময় দু-তিনটি গাড়ি নামতে পারলেও বাকিগুলো পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ট ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রথম তিনদিন যানবাহন উদ্ধারে কাজ করে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। চতুর্থদিন যোগ দেয় ‘রস্তম’। এঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করেছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে