ছবিঃ আগামী নিউজ
টাঙ্গাইলঃ জেলার ঘাটাইলে একটি বাসা থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলার দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, শুক্রবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শনিবার সকালে নিহতের লাশ দেখে পুলিশকে খবর দেয়৷ নিহতদের মধ্যে শ্বাশুড়ি এবং তার ছেলের বউ রয়েছে। অপর ব্যক্তি অন্য পরিবারের লোক। পুলিশ ঘটনাস্থলে এসেছে।
আগামীনিউজ/বুরহান