পটুয়াখালীতে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতুর উদ্ভোধনের মধ্য দিয়ে উম্মুক্ত হল দক্ষিনাঞ্চলের মানুষের অর্থনীতির সোনালী দ্বার। দ্বিতীয় কর্নফুলি সেতুর আদলে আধুনিক প্রযুক্তিতে নন্দনিক র্নিমান শৈলীর প্রায় দেড় কিলোমিটার দৈঘ্যের সেতু উদ্ভোধনের ফলে সারা দেশের সাথে স্থাপিত হল দক্ষিনাঞ্চলে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। সমাপ্তি হল যাত্রাপথের দীর্ঘ ভোগান্তির। যোগাযোগ ব্যবস্থা, পণ্য পরিবহন এবং পর্যটনের নতুন দ্বার উন্মোচনসহ পায়রা বন্দর অর্থনীতিতে আসবে গতিশীলতা ।