Dr. Neem on Daraz
Victory Day

রায়গঞ্জে নৌকা মনোনিত প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ


আগামী নিউজ | আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৬:৪৪ পিএম
রায়গঞ্জে নৌকা মনোনিত প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে আগামী ১১নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে পাংগাসী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম নান্নুর বিপক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ দলীয় মনোনয় প্রত্যাশী ৮ জন। 

জানা যায়, উপজেলার আসন্ন ৮নং পাংগাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম উত্তোলন করেন আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়াম্যান মোঃ আব্দুস ছালাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজ্জামেল হোসেন, সহ সভাপতি ফজলুর রহমান হিরা, যুগ্ন সম্পাদক জাহিদুর রহিম জাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম ফকির, উপজলো আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ মতিউর রহমান মাষ্টার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও আলী আকবর সরকার। 

এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজ্জামেল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সহ মনোনয়ন প্রত্যাশীরা এক জোট হয়ে বিদ্রোহী প্রার্থী আকবর আলীর আনারস প্রতিক নিয়ে মাঠে নেমেছেন। 

দলীয় শৃংখোলা ভঙ্গকরে আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর নৌকা প্রতিকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জানান জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সংশ্লিষ্ঠ সকলকে ৩ দিনের সময় শেষে দলীয় শৃংখোলা ভঙ্গের দায়ে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওযা হবে। 

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জানান বিএনপি সমর্থিত ব্যক্তিকে নৌকা প্রতিক দেওয়ায় আমরা আওয়ামীলীগ নেতা আকবর আলীর আনারস প্রতিক নিয়ে মাঠে নেমেছি।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে