Dr. Neem on Daraz
Victory Day

ইউপি নির্বাচন: নৌকা প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর, আহত ১২


আগামী নিউজ | দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৪:২৭ পিএম
ইউপি নির্বাচন: নৌকা প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর, আহত ১২

ছবি: আগামী নিউজ

ভোলা: জেলার দৌলতখানে মধ্যমেঘনায় অবস্থিত দ্বীপ ইউনিয়ন মদনপুরে স্পীডবোট মহড়া দিয়ে এসে ফিল্মি স্টাইলে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা পাটোয়ারী বাজারে আওয়ামী লীগ অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ এমপি ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের ছবি এবং আসবাবপত্র ভেঙে গুরিয়ে দিয়েছে। ওই অফিসের পাশে থাকা নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন নান্নুর নির্বাচনী অফিসেও সন্ত্রাসীরা ভাংচুর চালায়।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা প্রতিরোধের চেষ্টা করেও সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে পিছু হটতে বাধ্য হয়। সন্ত্রাসীরা এ সময় নৌকা প্রতীকের ১০-১২ জন সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

আহতদের মধ্যে মাইনুদ্দিন নামে একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত মহিউদ্দিন, সেলিম, আলাউদ্দিন, ইসমাইল, বাবুল, হারুন ও বাবরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রায় দুই ঘন্টা পুরো চর ব্যাপী ত্রাস সৃষ্টিকরে রাত দশটার দিকে ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আলাউদ্দিন মেম্বারের বসতঘরে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে। তারা আলাউদ্দিন মেম্বারের ঘরে ঢুকে পুরুষদের না পেয়ে নারী ও শিশুদেরকে এলোপাতাড়ি পেটাতে থাকে। ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলাউদ্দিন মেম্বারের শ্বাশুড়ির হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। ঘরে থাকা টাকাপয়সা স্বর্নালঙ্কার নিয়ে যায়। গত বুধবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী মদনপুর চরে চালানো হয় এ তান্ডব।

বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ওই চরে গিয়ে হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী চরবাসীর কাছে এসব তথ্য জানা যায়। 

দুপুরে পাটোয়ারী বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে চরবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছিলেন। সমাবেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন নান্নু বলেন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জলদস্যু বিজেপি নেতা জামাল উদ্দিনও চকেট ১১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। বুধবার রাতের আঁধারে তিনটি স্পীডবোট মহড়া দিয়ে চকেট জামালের নেতৃত্বে হোসেন মাল, সাদ্দাম মাল, শফিক মাঝি, জাহাঙ্গীর মাঝি ও বাহার সহ ৩০-৩৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার নিয়ে নিরীহ চরবাসীর ওপর হামলা চালিয়ে আমার ১০-১২ জন সমর্থককে আহত করা হয়। তারা আওয়ামী লীগ অফিস ও আমার নির্বাচনী অফিসের আসবাবপত্র এবং বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, জননেতা তোফায়েল আহমেদ এমপির ছবি, এমপি আলী আজম মুকুলের ছবি ভাংচুর করেছে। এরপর নদীতে স্পীডবোট মহড়া দিয়ে ফিরে এসে ১ নং ওয়ার্ডের আলাউদ্দিন মেম্বারের বসতঘরে হামলা ভাংচুর করে। সন্ত্রাসীরা আলাউদ্দিন মেম্বারকে ঘরে না পেয়ে নারী ও শিশুদেরকে মারধর করে। চকেট জামাল গত নির্বাচনের মত এবারও নির্বাচনপূর্ব ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চান যাতে নির্বাচনের দিন কোন ভোটার ভোট কেন্দ্রে না আসে। 

তিনি চকেট জামাল বাহিনী দ্বারা আবারও এ ধরণের ঘটনার পূনরাবৃত্তি হতে পারে বলে আশংকা প্রকাশ করে প্রশাসনের কাছে অনতিবিলম্বে দুর্গম এ চর ইউনিয়নে অস্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন ওরফে চকেট জামাল মুঠো ফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, মদনপুর ইউনিয়নের সার্বিক পরিস্থিতি প্রশাসনিক নজরদারিতে আছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন নান্নু ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ওই চরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ব্যবস্থা করা হবে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে