বরগুনা: প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনের অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বরগুনার বদরখালী ইউনিয়নের বিষখালী নদী তীরবর্তী ফুলঝুড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকির নেতৃত্বে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধারকরা ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আজ ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ আহরন, বিপনন, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আজ ১২ টার পর থেকে আবার মাছ ধরতে পারবেন জেলেরা।
আগামীনিউজ/শরিফ