সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শ্বাসরোধ করে বাদল (৪০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই ইউনুস আলী।
এর আগে রোববার (২৪ অক্টোবর) রাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাদল (৪০) ঢাকার ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বাড়ির মালিক আবু বকর সিদ্দিক বলেন, আমি ইপিজেডে চাকরি করি। ডিউটি শেষ করে রাত ৮ টার দিকে বাসায় এসে গোসল করে খেয়ে টিভি দেখছিলাম। রাত ১০টার দিকে আমার বাসায় চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি বাদলকে কে যেন শ্বাস রোধ করে মেরে ফেলে পালিয়ে গেছে। যে কক্ষে বাদলের লাশ পাওয়া গেছে ওই কক্ষের ভাড়াটিয়া হলো মোর্শেদ। তার কাছ থেকে চাবি নিয়ে বাদল ও আরেক জন ওই কক্ষে প্রবেশ করেন। বাদল প্রায়ই মোর্শেদের কক্ষের চাবি নিয়ে সেখানে থাকতো। গতকাল অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে বাদল। রাত ১০ টার দিকে বাদলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগেই ওই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। নিহত বাদল তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলতেন।
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ সুরতাহালের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আগামীনিউজ/ হাসান