লক্ষ্মীপুর: মন্দিরে হামলার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করলো র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লক্ষ্মীপুর র্যাব-১১ কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহরাব হোসেন (৩৩), মো. মানু ওরুপে মান্না (৩২) ও মো. হারুন অর রশিদ (৪৫)।
র্যাব জানায়, গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন দিক থেকে মিছিল বের করে বিভিন্ন মন্দিরে হামলা করে এবং ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে নাশকতা চালায়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। পরে মন্দিরে হামলাকারী মোট ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা খন্দকার শামীম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও অপশক্তিকে রোধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে র্যাবের কার্যক্রম অব্যাহত আছে।
আগামীনিউজ/ হাসান