ময়মনসিংহঃ জেলার ত্রিশালে ইউটার্ন নেওয়ার সময় যাত্রীবাহী লেগুনার সঙ্গে ট্রাকের সংঘর্ষে রিমা (২০) ও সাব্বির (২৫) নামের দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে এবং রিমা একই গ্রামের আলাউদ্দিনের মেয়ে। ২ জনই ভালুকার মুলতাজিম স্পিনিং মিলে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় ঢাকামুখী ট্রাকের সাথে অপর দিক থেকে ইউটার্ন নিয়ে সড়ক অতিক্রম করে আসা একটি লেগুনার (ঢাকা মেট্রো ট ২০-২৭৭৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি লেগুনা বগারবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অন্তত ১২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে মারা যান তারা।
ওসি আরও জানান, ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। লেগুনাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামীনিউজ/বুরহান