Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১০:৫৩ এএম
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের শরীরে।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২০ জন এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১২৮ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯১১ জন এবং ২৮ হাজার ২১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ১.০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে- বোয়ালখালীতে ১ ও হাটহাজারীতে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে