ঠাকুরগাঁও: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বুধবার (১৩ই অক্টোবর) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া ফেডারেশন কার্যালয় থেকে র্যালি বের হয়ে ফেডারেশন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি”।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানভিরুল ইসলাম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুশিল চন্দ্র মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান, দেশে আসন্ন বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। দূর্যোগে মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের সকলকে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেন আমরা আমাদের যান মালের ক্ষতি এড়াতে পারি।
সব শেষে পটুয়া ফেডারেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পটুয়া বাজার হয়ে পুনরায় ফেডারেশনে এসে শেষ হয়।
আগামীনিউজ/ হাসান