Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ১২:২১ পিএম
বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি (সংগৃহীত)

বগুড়াঃ জেলার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চোরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুরকুটা গ্রামের মৃত বীরজ চন্দ্র মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো ওরফে গুদু (৫০), একই এলাকার মৃত বিমাল চন্দ্র মাহাতোর ছেলে পলাশ চন্দ্র মাহাতো (৪০) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩৬)।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বৈদ্যুতিক তার টানা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যান ক্ষিতিশ। পরে তাকে বাঁচাতে মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন এগিয়ে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ। গুরুতর আহতাবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে