Dr. Neem on Daraz
Victory Day

শীত না আসতেই কুয়াশায় আচ্ছন্ন দেবীগঞ্জ


আগামী নিউজ | শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৩:৫৫ পিএম
শীত না আসতেই কুয়াশায় আচ্ছন্ন দেবীগঞ্জ

ছবি: আগামী নিউজ

পঞ্চগড়: পঞ্চগড় হিমালয়ের কন্যা নামে পরিচিত। পঞ্চগড় থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই ভারতের হিমালয় পাহাড়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গত ৩-৪ দিন টানা বৃষ্টির পর এখন  শুরু হয়েছে হালকা কুয়াশা। সীমান্তবর্তী এ জেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের শুরু থেকে আগাম শীতের আগমন ঘটছে।

বাংলা পঞ্জিকা অনুয়ায়ী রবিবার  ২৫ আশ্বিন। সেই অনুযায়ী শরতের দ্বিতীয় মাস। এর পর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। রৌদ্রুজ্জ্বল দিনে এখনও প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে ।

গত বছরসহ অন্যান্য বছরগুলোতেই দেখা গেছে,কার্ত্তিক মাসের শুরুতেই শীতের অনুভুত হলেও এবার প্রায় এক মাস আগে আশ্বিনের শুরুতেই শীতের অনুভুত হয়েছে। ইতিমধ্যেই এ অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। গত সেপ্টেম্বর মাসের শেষে ও অক্টোবরের প্রথম দিকে টানা বৃষ্টিপাতের পর থেকে এ অঞ্চলে কুয়াশা পড়ছে মধ্যরাতে।

আজ রবিবার (৮ অক্টোবর ) উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন গাছের পাতা, ঘাস ও ধান ক্ষেতে শিশির জমে থাকছে। ভোর রাতে শরীরে কাঁথা জড়াতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। এক সপ্তাহ ধরে দিনের বেলা সূর্যের তেজ ও তাপমাত্রা বেশি থাকায় কাহিল হয়ে পড়েছেন উত্তরের জনপথ।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে