ভোলাঃ জেলার দৌলতখানে আসন্ন ইউপি নির্বাচনে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ টি ইউনিয়নের নির্বাচন। ২ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গোপন ব্যালটে তৃণমূলের ভোটে ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়।পরে জেলা আওয়ামীলীগ ওই তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠায়।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সভায় তৃণমূলের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ওই তালিকার মধ্য থেকে সাতজনকে সাত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে।
মনোনয়ন প্রাপ্তরা হলেন, নাছির উদ্দিন নান্নু (মদনপুর ইউনিয়ন), প্রকৌশলী মো: মনজুর আলম (মেদুয়া ইউনিয়ন), কাজল ইসলাম তালুকদার (চরপাতা ইউনিয়ন), মো: বসির সরদার (উত্তর জয়নগর ইউনিয়ন), মো: আলমগীর হাওলাদার (দক্ষিণ জয়নগর ইউনিয়ন), মো: মেহেদী মাসুদ মুকু খান (চরখলিফা ইউনিয়ন )ও গোলাম নবী নবু (ভবানীপুর ইউনিয়ন)।
জানা যায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সাত ইউনিয়নের ২০ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্য থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাতজন প্রার্থীকে মনোনয়ন প্রদান করে।
উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চরপাতা ও উত্তর জয়নগর ইউনিয়নেই এবার প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর পাঁচ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই দলীয় মনোনয়ন পেয়েছেন।
আগামীনিউজ/নাসির