দিনাজপুরঃ “শিক্ষকরা শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে এই দিবস পালন করা হয়।
বোচাগঞ্জ সিডিপির ইর্ন্টান (প্রোগ্রাম) আশিকুর রহমানের সঞ্চালনায় ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাসনা হেনা, আশা বালিকা স্কুল এর ইনচার্জ লিবিয়া সারমিন তালুকদার,বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র। আলোচনা সভায় বক্তারা শিক্ষকের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আগামীনিউজ/শরিফ