Dr. Neem on Daraz
Victory Day

রংপুরে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৭:০৬ পিএম
রংপুরে  চাঁদাবাজির   অভিযোগে দুইজন গ্রেফতার

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ রংপুরে প্রতারণা করে ভিডিওধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে নগরীর কামলা কাছনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে  র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

র‌্যাব জানায়, ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করলে র‌্যাব সদস্যরা সত্যতা অনুসন্ধানের জন্য জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় সোমবার রংপুর নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা চিড়ার মিল মোড় এলাকা থেকে মো. হারুন আর রশিদ ওরফে বাবু (৪২) ও বিজয় কুমার রায় (৩৫) কে গ্রেফতার করেন। তারা উভয়ে রংপুর নগরীর বাসিন্দা। 

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত প্রতারক বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারণার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে