Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ার ৪০টি মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:৫০ পিএম
দুপচাঁচিয়ার ৪০টি মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার ৪০টি মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমা গড়ার ৮০ ভাগ কাজ সম্পূর্ন  করে রং তুলির আঁচড় ফুঁটিয়ে তোলার জন্য অধিক ব্যস্ততায় সময় পার করছে কারিগররা।

দুপচাঁচিয়া সদরের হাটখোলা কালিরাস মণ্ডপগুলোতে গিয়ে দেখা গেছে, প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে। প্রতিমার কাঠামোতে যত্ন করে পাতলা কাঁদামাটির শেষ প্রলেপ বুলিয়ে দিচ্ছেন কারিগররা।

সহযোগি কারিগর নদী রানী সরকার আগামী নিউজকে বলেন, রং তুলির আঁচড়ে পরিপূূর্ণ প্রতিমা গড়ার প্রস্তুতিতে দিনভর কাজ করা হচ্ছে। বিভিন্ন মণ্ডপে কাজের মান তুলে ধরতে  প্রতিযোগিতামূলকভাবে কাজ করছে কারিগররা।

নদী রানী সরকার আরও জানায়, পারিবারিক ঐতিহ্যের ধারানুসারে প্রতিমা গড়ার কাজ করে সে। পারিবারিকভাবে প্রতিমা গড়ার কাজ শিখলেও বিয়ের পর থেকে শ্বশুড় পরিবারের সংগেও প্রতিমা গড়ার কাজ করে থাকে। এবছর দুপচাঁচিয়ায় দুটি মন্দিরে দূর্গা প্রতিমা গড়ার কাজে চুক্তিবদ্ধ হয়েছে শ্বশুড় পরিবার।

দুপচাঁচিয়া উপজেলা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বলেন, ইতোমধ্য মণ্ডপগুলোতে সরকারী অনুদান বরাদ্দ করা হয়েছে। গতবছর ৩৮ টি মণ্ডপে দূর্গাপূজার আয়োজন করা হলেও এবছর দুপচাঁচিয়া উপজেলায় দূর্গাপূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে ৪০ টি সার্বজনীন পূজা মণ্ডপ।

আগামীনিউজ/শরিফ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে