Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় ডিগ্রি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১৮


আগামী নিউজ | পীরগাছা (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৮:৪৩ পিএম
পীরগাছায় ডিগ্রি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১৮

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। পীরগাছা সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ ও দেবী চৌধুরাণী কলেজ তিন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার প্রথমদিনে ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৮জন। ২০২০ সালে ডিগ্রি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে এতোদিন পিছিয়ে ছিল।

দীর্ঘদিন পর শনিবার (২অক্টোবর) থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১টা ৩০মিনিট থেকে শুরু হয়ে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ৯ নভেম্বর ২০২১ পর্যন্ত।

পীরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোত্তালিব মিয়া জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এক বেঞ্চে দুজন করে শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছে। বাকি পরীক্ষাগুলো আমরা স্বাস্থবিধি মেনে পরিচালনা করব।

আগামীনিউজ/শরিফ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে