Dr. Neem on Daraz
Victory Day
চট্টগ্রামে

বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৭:২৪ পিএম
বালু উত্তোলন নিয়ে দুপক্ষের  সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ

ছবিঃ আগামী নিউজ

চট্টগ্রামঃ জেলার সাতকানিয়া উপজেলায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মো. নুরুল হাসান (৫০), আবদুল মালেক (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদীর বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। 

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উপজেলার তুলাতলীতে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আগামী নিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে