Dr. Neem on Daraz
Victory Day

চার শিক্ষার্থীসহ একই পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:৪৩ পিএম
চার শিক্ষার্থীসহ একই পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত

ফাইল ছবি

শেরপুরঃ চার শিক্ষার্থীসহ একই পরিবারের সাত সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জেলা সদর হাসপাতালে দেওয়া করোনার নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ আসে। আক্রান্তরা শেরপুর পৌরসভার শিবাবাড়ি মহল্লার বাসিন্দা। তারা হলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার দে’র মা আরতি দে, স্ত্রী ফাল্গুনী মজুমদার, মেয়ে ঐশ্বর্য দে, ছেলে অর্ণব দে, সুব্রত’র ভাবি লুনা মিত্র মজুমদার, ভাতিজি অর্চিতা দে ও ভাতিজা সৌম্যদ্বীপ দে। তারা শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার যৌথ পরিবারের সদস্য। 

সুব্রত কুমারের মেয়ে ঐশ্বর্য শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছেলে অর্ণব নবারুণ পাবলিক স্কুল, ভাতিজা সৌম্যদ্বীপ সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আর ভাতিজি অর্চিতা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সুব্রত’র স্ত্রী ফাল্গুনী মজুমদার সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জেলায় শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

এ বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেন, করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হবে।

আগামী নিউজ/এমবুউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে