ফরিদপুরঃ আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত্ম সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
এ বছর ফরিদপুরের মধুখালী উপজেলার ১৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। মন্ডপগুলোতে প্রতিমা তৈরিতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিল্পীরা। তাঁরা তৈরি করছেন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, সিংহসহ অন্য প্রতিমা।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বঙ্কিম চৌধুরি জানান, এ উপজেলায় গতবছরের থেকে বেশি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা উৎসব উদ্যাপনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ১১ অক্টোবর শুরু হয়ে ১৫ তারিখে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয় বড় উৎসব দুর্গাপূজা।