Dr. Neem on Daraz
Victory Day

কুয়াকাটায় বর্নিল আয়োজনে বিশ্ব পযটন দিবস পালিত


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৫:৪৩ পিএম
কুয়াকাটায় বর্নিল আয়োজনে বিশ্ব পযটন দিবস পালিত

ছবি: আগামী নিউজ

পটুয়াখালিঃ জেলার কুয়াকাটায় “অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পযটন- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পযটন দিবস পালিত হয়েছে। 

সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্দ্যেগে পযটন হলিডে হোমস থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সদস্যদের অংশগ্রহনে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকতের সীবিচে ট্যুরিজম পার্ক এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী
আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারি পুলিশ সুপার মো: আ: খালেক,  কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা  আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি আ: বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ বিভিন্ন পযটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটাকে বিশ্ব মানের পযটন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় কাযর্করী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে