Dr. Neem on Daraz
Victory Day

হরিরামপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়


আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৪:১৪ পিএম
হরিরামপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

ছবি : আগামী নিউজ

মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের (হরিরামপুর-সিংগাইর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক।

সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন, পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীসহ উপজেলার ৫৯টি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, হরিরামপুরে এ বছর মোট ৫৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে