Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:৫০ পিএম
ঝিনাইদহে ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ

ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে বীজ, সার ও কৃষি উপকরণ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ মৌসুমে সরকারের কৃষি প্রনোদনার অংশ হিসেবে সদর উপজেলা কৃষি অফিস এ কর্মসূচীর আয়োজন করে। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি সম্প্রসারন অফিসার ইমদাদুল হাসান প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে ৪০ কেজি রাসায়নিক সার, ১ কেজি উন্নত মানের পেঁয়াজ বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে