Dr. Neem on Daraz
Victory Day

ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইউপি মেম্বারকে শোকজ


আগামী নিউজ | ইন্দুরকানী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৩০ পিএম
ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইউপি মেম্বারকে শোকজ

ফাইল ছবি

পিরোজপুরঃ জেলার ইন্দুরকানীতে অনিয়মের অভিযোগে ইন্দুরকানী সদর ইউপি মেম্বার এবিএম সেলিম হিরুকে শোকজ করা হয়েছে। খোজ নিয়ে জানা যায় প্রায় ৮ মাস ধরে একটি শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগে তাকে শোকাজ করা হয়। ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের(সাবেক ১নং)২নং ওয়ার্ডের মেম্বর এবিএম সেলিম হিরুর বিরুদ্ধে শিশু কার্ডের চাল আত্মসাতের অভিযোগ করেন সিরাজুল হক মীর। 

তিনি জানান, আমার কাছ থেকে হিরু মেম্বার শিশু কার্ড করার কথা বলে আমার স্ত্রীর ভোটার আইডি কার্ড ও ছবি আনে। কিন্তু আমার স্ত্রীর নামে কার্ড হলে আমাকে না বলে  ৮ মাসের চাল আত্মসাৎ করে। খবর পেয়ে পরিষদে গিয়ে এর সত্যতা পাই। এরপর আমি পরিষদের সেক্রেটারির কাছে অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অভিযুক্ত ইউপি সদস্য এবিএম সেলিম হিরু বলেন, এটা ভূলবসত হতে পারে।

এ ব্যাপারে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক  মশিদুল হক বলেন, ইউপি সদস্য সেলিম হিরুর নামে অভিযোগের সতত্যা পাওয়ায় তাকে শোকাজ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে