Dr. Neem on Daraz
Victory Day

কলাপাড়ায় দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫


আগামী নিউজ | রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১১:০৫ পিএম
কলাপাড়ায় দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫

ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় ট্রলারে-ট্রলারে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় মৎস্য বন্দর আলীপুর আৎড়ঘাটে এ ঘটনাটি ঘটে। 

এর মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর(২৮), রকিবুল হাওলাদার(২৮), দুলাল হাওলাদার(৫০), মামুন মুসুল্লী(২৩) ও হাসান মাতুব্বর
(২৪)কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত জেলেদের সূত্র থেকে জানা যায়, আলীপুরের মনিফিস নামের একটি অড়ৎ ঘাটে রাকিবের মাছ ধরার একটি ট্রলার নোঙ্গর করা ছিল। এসময় দোলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত: ১৫ জেলে আহত হয়। এর মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জন জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো: অনছার উদ্দিন মোল্লা গনমাধ্যমকে জানায়, মৎস্য আড়ৎ ঘাটে ট্রলার নোঙ্গর করাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মাঝে এ সংঘর্ষ হয়। তাৎক্ষনিক ঘটনাস্থালে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে