Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় মাদকসহ আটক ৪, সিএনজি জব্দ


আগামী নিউজ | সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:৪৮ পিএম
নেত্রকোণায় মাদকসহ আটক ৪, সিএনজি জব্দ

ছবি: সংগৃহীত

নেত্রকোনাঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এপার বাংলার অতন্ত্র প্রহরী জোয়ানগণ জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় অভিযান চালিয়ে সিএনজি ও মাদকসহ চার জন কে আটক করেছেন।

জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র এ অভিযান মঙ্গলবার গভীর রাতে পরিচালিত হয়।

আটককৃতরা হলো-নেত্রকোণা জেলার পূর্বধলা গ্রামের মৃতঃ শুক্র চৌহানের ছেলে বচ্চন চৌহান, সালদিঘা গ্রামের হাসান আলীর ছেলে জনি, তারাকান্দা গ্রামের আফসারের ছেলে শাহিন ও একই গ্রামের তপন বণিকের ছেলে গৌতম বণিক।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এএসএম জাকারিয়া এ ব্যাপারে আজ বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত লিখিত এক প্রেসবিজ্ঞপ্তীতে জানান- জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭২এম/পি হতে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাত শহীদের মাজার নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল পরিচালনা করছিল। এ সময় আটককৃত চার জনকে মদ্যপান অবস্থায় ০১টি সিএনজি এবং ০১বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

বিজিবি’র অধিনায়ক আরও জানান- জব্দকৃত সিএনজি এবং মদের মূল্য প্রায় পাঁচ লক্ষ এক হাজার পাঁচশত টাকা। তিনি আরও জানান- জব্দকৃত সিএনজি, মাদক ও আটককৃতদের নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)’র একদল বিজিবি জোয়ান আজ বুধবার জেলার সীমান্ত উপজেলা দূর্গাপুরে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করেছেন। তবে অভিযানে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে