চট্টগ্রামঃ হোটেল সফিনা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে নগরের কোতোয়ালি থানার রিয়াজুদ্দিনবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভবনের অষ্টম তলায় থাকা ওই রেস্টুরেন্টে এ আগুন লাগে। এতে রেস্টুরেন্টের একটি বড় সেমিপাকা কক্ষ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টা শেষে রাত সোয়া ৩টার দিকে আগুন নির্বাপণ করা হয়।
এ ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার এএসআই নজরুল ইসলাম জানান, হোটেলের সাত তলার রেস্টুরেন্ট থেকেই আগুন লাগে। যা অন্য ফ্লোরে ছড়িয়ে যায়।
তিনি জানান, আগুন রেস্টুরেন্টের বাইরে ছড়ায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।