Dr. Neem on Daraz
Victory Day

ভোট বর্জন, সংঘর্ষের মধ্যে বাগেরহাটে চলছে ভোট


আগামী নিউজ | শেখ বাদশা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৩:১১ পিএম
ভোট বর্জন, সংঘর্ষের মধ্যে বাগেরহাটে চলছে ভোট

ছবি: আগামী নিউজ

বাগেরহাটঃ জেলায় প্রথম ধাপে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ।

সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহণ এর মধ্যে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। তাছাড়া ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে সতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আউয়াল প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেয়া, ব্যালট পেপার ছিঁড়ে ফেলাসহ এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।

মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদে সোমবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন।

কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা লালন ভোট বর্জনের ঘোষণা দেন।

চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সদস্য প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কয়েকটি জায়গায় হাতাহাতির ঘটনাও ঘটেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে, বাগেরহাটের ৯ উপজেলার মোট ৬৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। তবে ভোট হচ্ছে ৬৫টি ইউনিয়নে। কারণ কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদের সব কয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে