Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:১১ পিএম
চট্টগ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

প্রতীকী ছবি (সংগৃহীত)

চট্টগ্রামঃ জেলার সাতকানিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গোলাম মোস্তফা মিশু নামের এক যুবক নিহত হয়েছে।  রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেউদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা মিশু উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মিশু। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে