Dr. Neem on Daraz
Victory Day

ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ


আগামী নিউজ | মির্জা অপু, পাবনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:১৩ পিএম
ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি : আগামী নিউজ

পাবনাঃ জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপের প্রতিবাদে পাবনা- ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। পাবনার আমিনপুর থানা পুলিশের ওসি রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা রফিকউল্লাহর বাড়িতে গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপ করে। হামলার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়কের কাশিনাথপুর নামক এলাকায় জর হতে শুরু করে চেয়ারম্যান রফিকউল্লাহর সমর্থকসহ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সকাল ৮টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আমিনপুর থানা পুলিশ।

প্রসঙ্গত, সরকারী জমি দখল ও অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান এ এম রফিকউল্লাহরকে লাঞ্ছিত ও হত্যার হুমকী দেওয়ার অভিযোগ ওঠে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা শুক্রবার সন্ধ্যায় সাবেক এমপি আরজু ও তার তিন সহযোগীর নাম উল্লেখ করে আমিনপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে