Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৬


আগামী নিউজ | হুমায়ন কবির, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৪:৪৭ পিএম
খোকসায় অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়াঃ জেলার খোকসায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ গুরুতর ৬ জন আহত হয় বলে জানা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  মোড়াগাছা ক্লাবমোড়ের (কুষ্টিয়া-রাজবাড়ি) আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কমলাপুর গ্রামের রবিউলের ছেলে মিন্টু (২৫), রুমা (৪০) ও তার আড়াই বছরের শিশু কন্যা সাইমা উপজেলার থানাপাড়ার সান্টুর স্ত্রী ও সন্তান। এবং কুমারখালী উপজেলার জিলাপীতলা গ্রামের হাসান মোল্লার ছেলে অটোরচালক সাঈদ (৪০) ও একই উপজেলার শাহিনের স্ত্রী ও সন্তান শান্তা (১৪) ও তার মা মমতাজ (৩৫) আহত হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,  খোকসা থেকে কুষ্টিয়াগামী একটি অটোরিকশা যাত্রী উঠানোর সময় বিপরিত দিক থেকে আসা কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী পপুলার ডায়গনেষ্টিকের স্টীকার লাগানো (ঢাকা মেট্রো ছ ১১-৩৯০৪ নম্বর) দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিশু ও অটোরিকশার ড্রাইভারসহ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি, স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটিকে আটক করা সম্ভব হয়নি। তবে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে