মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গলে রেলওয়ের বেহাত হওয়া জমি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করার আগেই পেট্রোল দিয়ে একটি এক্সাভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক্সাভেটরের আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পৌর এলাকার ভানুগাছ সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভানুগাছ সড়কের উত্তর পাশে রেলওয়ের মূল্যবান ২ একর ৮৭ শতক জমির ওপর গড়ে ওঠা স্থাপনা প্রায় দেড় বছর আগে ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। ওই জমিতে আবারও স্থাপনা গড়ে উঠেছে। মূলত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নিয়েই বৃহস্পতিবার রেল বিভাগের কর্মকর্তারা যায়।
তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সাভেটর আনা হয়। এক্সাভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত এতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে পুড়ে যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, কারা এ আগুন লাগিয়েছে তা জানা যায়নি । তবে আমরা খবর পেয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত শেষে এর ক্ষতির পরিমাণ জানা যাবে।
রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী অ্যাসিস্ট্যান্ট এস্টেট অফিসার মো.আতিকুল ইসলাম বলেন, ওই এলাকার রেলের প্রায় ২৮৭ শতক জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া ছিল। উচ্ছেদ কাজ বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা আমাদের এক্সাভেটরে আগুন ধরিয়ে দিয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, রেলের এক্সাভেটরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় সোলেমান মিয়া (২৫) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সবাইকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।