Dr. Neem on Daraz
Victory Day

সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৫:৫০ পিএম
সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ জেলার সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন রিফাত(১৬) জেলার কবিরহাট পৌরসভা নানার বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড নুরনবীর বাড়িতে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন রিফাত সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপজেলা সংলগ্ন চরজব্বার থানার পাশের বানুর বাপের গো বাড়ীর মোহাম্মদ আবদুল্যাহ ফারুকের বড় ছেলে । সে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র। উপজেলা অনূর্ধ্ব ১৬ দলের খেলোয়াড় ছিলো।

নিহতের পিতা আবদুল্ল্যাহ ফারুক জানান,  গত ৪ দিন আগে তার নানার সাথে কবিরহাটে নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশ দিয়ে পুকুরে মুখ ধোয়ার জন্য যাওয়ার সময় ঘরের টিনের সাথে বৈদ্যুতিক শর্ট থাকায় টিনে সাথে হাত লেগে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তার স্বজনেরা তাকে উদ্ধার করে  কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন,রাতে উপজেলার চরজব্বর হাসপাতাল মোড় সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে সহপাঠীরা বাড়িতে ছুটে আসেন। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে