Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযানে দুই দালাল আটক


আগামী নিউজ | আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:০৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযানে দুই দালাল আটক

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (জেলা সদর) হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করে  চিহ্নিত ২ দালালকে আটক করা হয়েছে। আটক ২ জনকে একমাস করে কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাদেরকে হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসকের চেম্বারের সামনে থেকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এই অভিযান পরিচালনা করেন। 

আটককৃতরা হলো- জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বক্সী (২৫) ও হালদারপাড়া এলাকার মামুন মিয়া (৪৫)।

গ্রেফতারকৃতরা প্রতিদিন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের প্ররোচনা ও প্রলোভ দেখিয়ে সদর হাসপাতালের আশেপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় এবং প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রোগীদের কাছ থেকে হাতিয়ে নেন। এসব দালালরা রোগীদেরকে ভাগিয়ে বিভিন্ন হাসপাতালে নেয়ার কারণে একটা নিদিষ্ট কমিশন পেয়ে থাকেব বলে যানা গেছে। 

গত তিনমাস আগেও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জেলা সদর হাসপাতাল থেকে চিহ্নিত ৬ দালালকে ৭দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই সময় আটককৃতদের মধ্যে মামুন ও রাসেলও ছিল। 

অভিযান পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে