Dr. Neem on Daraz
Victory Day

নোয়াখালীর হাতিয়াতে জেলের লাশ উদ্ধার, ১৪ জন জীবিত উদ্ধার, নিখোঁজ-১


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৪:৩৮ পিএম
নোয়াখালীর হাতিয়াতে জেলের লাশ উদ্ধার, ১৪ জন জীবিত উদ্ধার, নিখোঁজ-১

ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবুল কালাম । সেই হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মো. বাতেনের ছেলে।

গতকাল রোববার বিকেলের দিকে উপজেলার অদূরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছাকাছি ইসলাম চর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের ১৬ জন মাঝি মাল্লা নদীতে ডুবে যান। পরে আশপাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলোর সহযোগিতায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে।

হাতিয়া নলচিরা নৌপুলিশ স্টেশনের তত্ত্ববধায়ক মো.ইয়ার আলী, বৈরি আবহাওয়ার কবলে পড়ে রোববার বিকেলে ট্রলারটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে মাছ ধরার অন্য ট্রলার গুলোর সহযোগিতায় নৌপুলিশ ১৪ জেলে জীবিত উদ্ধার করে। আবুল কালাম নামের এক জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে