Dr. Neem on Daraz
Victory Day

বোরহানউদ্দিনে হাসপাতাল আছে ডাক্তার নেই!


আগামী নিউজ | মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৩:৫৮ পিএম
বোরহানউদ্দিনে হাসপাতাল আছে ডাক্তার নেই!

ছবি: সংগৃহীত

ভোলাঃ জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট মা ও শিশু কল্যান কেন্দ্রে গত সাত বছরেও নিযুক্ত হয়নি রিজিস্টার্ড ডাক্তার। 

সরেজমিনে গিয়ে জানাযায়, ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে ২০১৪-১৫ অর্থবছরে "কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র" স্থানীয় স্বাস্থ্যসেবায় স্বপ্ন জাগিয়ে প্রতিষ্ঠিত হয়। সেই স্বপ্নপূরণে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়। আধুনিক অবকাঠামো ও যন্ত্রপাতি সমৃদ্ধ প্রতিষ্ঠানে এখনো পর্যম্ত একজন এমবিবিএস মানের রেজিস্টার্ড চিকিৎসক নিযুক্ত করা হয়নি।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, কোটি টাকা ব্যয়ে নির্মিত কুঞ্জেরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে সাধারন মানুষের চিকিৎসা সেবা পাওয়ার জন্য কিন্তু তা পাচ্ছে না।কার্যত: জনস্বার্থে কোনো উপকারে আসছেনা। শুধু বেড়েছে আশেপাশের জমির দাম।

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মা ও শিশু কল্যান কেন্দ্রের জমিদাতা আবদুর রব কাজী বলেন আমি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেছি,তিনি সরজমিনে এসে পরিদর্শন করে বলেছেন দ্রুত সময়ের মধ্যে ডাক্তার নিযুক্ত করার জন্য সিভিল সার্জন কে বলবেন।

এ ব্যাপরে ভোলা সিভিল সার্জন ডাঃএকে এম সফিউজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য ফোন করলেও তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে