ভোলাঃ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আব্দুল রশিদ দেওয়ানের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ৩ সন্তানের এক জননী।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই তিনি ওই বাড়িতে অবস্থান নেন।
৩ সন্তানের ওই জননী পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের জয়নাল মজিবলের মেয়ে বলে জানা গেছে।
অভিযুক্ত যুবক আব্দুল রশিদ দেওয়ানের ছেলে ডুবাই প্রবাসী ৩ সন্তানের জনক আবু তাহের। এ ঘটনার পর সকাল থেকে আত্নগোপনে রয়েছেন অভিযুক্ত আবু তাহের।
অনশন করা ওই গৃহবধূ জানান, আবু তাহের ডুবাই থাকা অবস্হায় তার সাথে দীর্ঘ ৬ বছর ধরে মোবাইলের মাধ্যমে সম্পর্কে গভীর হয়। তাঁরা উভয় প্রতিবেশী। পরিচয়ের পর থেকে ওই যুবকের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো ওই গৃহবধূর। যা নিয়ে আবু তাহেরের পরিবার একাধিকবার স্থানীয় পর্যায়ে মিমাংসাও করেছিল। সম্প্রতি আবু তাহের বিদেশ থেকে গ্রামে আসেন এবং তাঁর সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি ওই গৃহবধূর স্বামী নোমান টের পেয়ে তাকে শাসন করেন। যাঁর ফলে রোববার সকালে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে অনশন করছেন ওই গৃহবধূ।
অনশন করা গৃহবধূ আরও জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সাথে একাধিকবার শারিরীক সম্পর্কও স্থাপন করেন অভিযুক্ত আবু তাহের।
তবে মুঠোফোনে তিনি জানান, ওই গৃহবধূর সাথে তাঁর কোনো ধরনের শারীরিক সম্পর্কের ঘটনা ঘটেনি। তাঁর সম্মানহানির জন্য এটা ওই গৃহবধূর সাজানো নাটক বলে দাবি করছেন তিনি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসে নাই, যদি লিখিত অভিযোগ পাই তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।