Dr. Neem on Daraz
Victory Day

হাওর দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৫:৩৫ পিএম
হাওর দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ মিঠামইন হাওর দেখতে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব মিয়া (৩০) ও আব্দুস সোবহান (৩৫) নামে দুইজন নিহত হয়েছে। ঘটনাটি শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চামটা বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে।

নিহত সজিব মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজীব মিয়া (৩২) ও একই গ্রামের সোনা মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

পুলিশ সুত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ভ্রমণে বের হয়েছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চামটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলের মধ্যে দুইটি একটু সামনে চলে যায়। আর পেছনে পড়া মোটরসাইকেলটিকে ওই এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে সেসময় ঘটনাস্থলেই সজীব মিয়া নামের একজন মারা যায। এতে আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে সেসময় ঘটনাস্থলেই সজীব মিয়া নামের একজন মারা যায। এতে আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এক ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অন্যজনের মরদেহ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে