Dr. Neem on Daraz
Victory Day

পূর্বশক্রতার জেরে মাছের ঘেরে বিষ : পাঁচ লাখ টাকার মাছ নিধন


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:১২ পিএম
পূর্বশক্রতার জেরে মাছের ঘেরে বিষ : পাঁচ লাখ টাকার মাছ নিধন

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ জেলার ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলা দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইজান দীর্ঘদিন থেকে পাশের গ্রাম বকুলিয়াই প্রায় ১৪ বিঘা জমির ঘের লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তার ঘেরে অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইজানের ঘেরে বিষ প্রয়োগ করে বলে ধারনা। এতে ১৪ বিঘা জমির ঘেরের সব মাছ মারা যায়। যার আনুমানিক মূল্যে ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক জানান, রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে উঠে দেখেন ঘেরে মাছ মরে ভাসছে।

তিনি বলেন, সম্প্রতি ঘেরে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বকুলিয়া গ্রামের কল্পনা পাড়ুই ও দেউলি গ্রামের আইজুলের সাথে দ্বন্দ্ব হয় ঘের মালিক ইজানের। সেই জেরকে কেন্দ্র করে ঘেরে বিষ (ট্যাবলেট) দিয়েছে কেউ।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে