কুমিল্লাঃ হোমিও চিকিৎসক ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পুত্রবধূ নাজমুন নাহার চৌধুরী শিউলি (২৫), জহিরুল ইসলাম সানী (১৯) ও মেহেদি হাসান তুহিনকে (১৮) বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী তাদের হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পুত্রবধূ শিউলি। সে তার খালাতো ভাই ও তার বন্ধু তুহিনকে বাসায় ডেকে এনে তাদের সাহায্যে নিজের শ্বশুর-শাশুড়িকে হত্যা করে। পরে ডাকাতির নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে শিউলির স্বীকারোক্তির পর অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ।
গত রোববার রাতে আদর্শ সুবর্ণপুরের ওই দম্পতির নিজ বাড়িতে চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগমকে (৫৫) হত্যা করা হয়।