Dr. Neem on Daraz
Victory Day

 নোয়াখালীতে পাসপোর্ট অফিসে  ৮ দালালের কারাদন্ড


আগামী নিউজ |  মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৭:০২ পিএম
 নোয়াখালীতে পাসপোর্ট অফিসে  ৮ দালালের কারাদন্ড

ফাইল ছবি

নোয়াখালীঃ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পাসপোর্ট অফিসে  অভিযান চালিয়ে ৮ পাসপোর্ট দালালকে আটক করেন।এ সময়  ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে  কারাদন্ড দিয়েছে।  

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পাসপোর্ট  অফিসের সামনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।   এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন লক্ষীপুর  র‌্যাব ১১ এর একদল সদস্য।  

আটকরা হচ্ছেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের  মো. ইমাম উদ্দিন (৩০), আবুল হাশেম (৪৪) নুর মোহাম্মদ বাবু (৩২), সোহেল রানা (২৬) মো. দ্বীন ইসলাম (২৭), আবুল হাসেম (২২), আসাদুজ্জামান (৩২) ও মো. জাহাঙ্গীর (৩১)।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দালালচক্রের আট সদস্যকে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করে। এ সময় আটক দালালদের কাছ থেকে পাসপোর্ট তৈরির কাগজপত্র জব্দ করা হয় এবং একই সাথে ৮ দালাল দোষ স্বীকার করায় তাদেরকে  ৩থেকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে