Dr. Neem on Daraz
Victory Day

পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:১৬ পিএম
পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: আগামী নিউজ

রাঙামাটিঃ জেলার বাঘাইছড়ি হতে দীঘিনালা সড়কের শনিবার ভোরে (৪ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিপাতে ৪, ৯, ১১ ও ১৬ কিলোমিটার এলাকায় ৪টি স্থানে পাহাড় ধ্বসে বাঘাইছড়ি -খাগড়াছড়িসহ সারাদেশের সাথে সবধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধ্বসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে অনেক  যানবাহন আটকা পড়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে কোন রকমের হতাহতের খবর পাওয়া যায়নি। মাটি ধ্বসের খবর পেয়ে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের সেনাসদস্য ও খাগড়াছড়ি সড়ক বিভাগের লোকজন সড়কের মাটি সরানোর কাজ শুরু করে দিয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেছেন, ভোররাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের বেশ কয়েকটি বড় অংশ সড়কের উপর ধ্বসে পড়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতকর্তা অবলম্বন করা হয়েছে।

এ দিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পাহাড়ে বর্ষা মৌসুমে মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে আমাদের বাড়তি প্রস্তুতি রয়েছে। তবে এ সড়কটি মেরামতের জন্য কমপক্ষে ৫-৮ ঘন্টা সময় লাগতে পারে।

বৃষ্টিপাতের ফলে উজানের পানি নেমে আসায় পাহাড়ি এলাকায় কিছু নিচু অঞ্চলে অনেক ফসলি জমি তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে ফলজ দ্রব্যর বাগান। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে