Dr. Neem on Daraz
Victory Day

শার্শায় অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় প্রাণনাশের হুমকি


আগামী নিউজ | মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি  প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৩:০৯ পিএম
শার্শায় অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় প্রাণনাশের হুমকি

ছবি: আগামী নিউজ

যশোরঃ জেলার  শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে (চটির বিল নামে পরিচিত) কয়েকদিন যাবৎ বালু উত্তোলনের মহোৎসব চলছে। বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে বালু উত্তোলনকারীরা। এলাকাবাসীর পক্ষে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বহিলাপোতা গ্রামের মো: মোস্তফা আলী। তারপরও থেমে নেই বালু উত্তোলন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে দীর্ঘ কয়েক মাস যাবৎ সরকারী খাস জমি হতে বহিলাপোতা গ্রামের টিলেপাড়া বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল ওয়াহেদ ও আব্দুল হালিমের ছেলে আব্দুল জব্বার স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে বালু উত্তোলন করছেন। যার ফলে পার্শ্ববর্তী চাষাবাদের জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর)  ঘটনাস্থলে গেলে স্থানীয় সাংবাদিকদের কাছে এলাকাবাসী জানান, লক্ষনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ওয়াহেদ ও জব্বার এলাকায় বালু উত্তোলন করছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় গ্রামের সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারে না উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। 

এলাকাবাসী আরো জানান, বহিলাপোতা গ্রামের ওয়াহেদ ও জব্বার গ্রামের বিভিন্ন স্থানে বালু উত্তোলন করেছে। এতে স্থানীয় লোকজন বাধা দিলে বিভিন্নভাবে হুমকি দেয়। এমনকি কয়েকবার প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে জানায় এলাকার লোকজন । 

এই বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বালু উত্তোলনের বিষয়টি শোনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বালু উত্তোলনকারী কাউকে পায়নি। নায়েবকে বলা হয়েছে সকল কিছু জব্দ করতে। তাদেরকে সময় দেওয়া হয়েছে অফিসে দেখা করার জন্য। না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে