রাঙামাটিঃ জেলার দৃষ্টি নন্দন ঘাগড়া ঝর্নায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শনিবার (৪ সেপ্টেম্বর) কাউখালীর ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকার ঘাগড়া ঝর্নায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবী টিম।
সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দর্শনীয় স্থান নোংড়া করে। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যেশ্য হলো সকলকে সচেতনটা করা। সংগঠনটির মোঃ ফায়জুল ইসলাম বলেন, বিডি ক্লিন রাঙামাটি শহর ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ছাড়াও করোনাকালে মাস্ক বিতরণ, মাইকিং প্রচারণা, ভ্যাকসিন গ্রহনে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, ভ্যাকসিন গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন, বৃক্ষ রোপনসহ রাষ্ট্রীয় দিবস পালন করা হয়।
এ সময় রাঙামাটির জেলা সমন্বয় মাসুদ রানা হৃদয়, কাউখালী উপজেলা সমন্বয়ক শাহরিয়ার ইমন রাসেলসহ উপজেলা টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে কাউখালী উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে এ সংগঠনটি। আগামীতে আরো এধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান।