Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে খেলার সময় দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৯:১৮ পিএম
ময়মনসিংহে খেলার সময় দোলনার রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার ভালুকায় দোলনায় খেলার সময় রশিতে গলায় ফাঁস লেগে আফিফা (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মল্লিকবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফিফা পিরোজপুর জেলার ভান্ডারীয়া থানার দক্ষিণ সেলকাঠি গ্রামের ওয়াহিদুল ইসলামের মেয়ে। তারা ওই এলাকার আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শিশু আফিফার বাবা একজন গার্মেন্টেস কর্মী। দুপুরে তিনি কর্মস্থলে ছিলেন। এ সময় শিশুটি খেলতে গিয়ে অসাবধানতা বশত দোলনার প্লাস্টিকের রশিতে গলায় ফাঁস লেগে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শিশুটির মা সন্তানকে অচেতন অবস্থায় মাটিতে পরে থাকতে দেখেন। পরে শিশুটিকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় শিশুটির মৃতদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে