Dr. Neem on Daraz
Victory Day

শরীয়তপুরে ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


আগামী নিউজ | মোঃ জামাল হোসেন , শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১০:২৩ পিএম
শরীয়তপুরে ভুয়া চিকিৎসককে  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবিঃ আগামী নিউজ

শরীয়তপুরঃ জেলার নড়িয়ায় মা-শিশু ও ডায়াবেটিক  হাসপাতালের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৩১ আগস্ট ) সকালে উপজেলার ঘড়িষার ইউনিয়নের মা-শিশু ও ডায়াবেটিক  হাসপাতালের এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, মা- শিশু ও ডায়াবেটিক হাসপাতালে জরুরী বিভাগে একজন ভুয়া চিকিৎসক রোগিদের নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয় ওই ভুয়া চিকিৎসককে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোর্শেদুল ইসলাম।

তিনি আগামী নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করি। এতে মা-শিশু ও ডায়াবেটিক হাসপাতালে জরুরি বিভাগে  মোঃ নাজমুল ইসলাম নামে একজন চিকিৎসক  এম বি বি এস ও বি ডি এস  ডিগ্রিধারী না হওয়া সত্বেও তিনি প্যাডে ডাঃ নাজমুল ইসলাম লিখে রোগীদের চিকিৎসা দিচ্ছে। আর তাই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল সংশোধন আইন ২০১০ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় সহ হাসপাতাল কতৃপক্ষ কে কাগজপত্র দেখে চিকিৎসক নিয়োগ করতে নির্দেশ প্রদান করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে